‘মাদক প্রতিরোধে সহপাঠ্যক্রমিক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো.জোবায়ের মিয়া।

প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ২৮ মে ২০২৪, প্রথম আলো ট্রাস্ট আয়োজিত অনলাইন (১৭২ তম) মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচক শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো.জোবায়ের মিয়া ‘মাদকাসক্তি প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা’ এই বিষয়ের উপর আলোচনা করেন।

শিক্ষাপ্রতিষ্ঠানে সহপাঠ্যক্রমিক কার্যক্রমের গুরুত্ব প্রসঙ্গে ডা. মো. জোবায়ের মিয়া বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ইনডোর–আউটডোর গেম, গান, নৃত্য, আবৃত্তি, বিতর্ক চর্চার পরিসর বাড়াতে হবে। পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষা চর্চার সুযোগ করে দিতে হবে। এতে করে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকশিত হবে। মাদক প্রতিরোধে সহপাঠ্যক্রমিক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।