মাদকাসক্তি একটি ব্যাধি, একটি অসংক্রামক রোগ

ডা. মো. রাহেনুল ইসলাম, রেসিডেন্ট সাইক্রিয়াট্রিস্ট, কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র, ঢাকা।

এপিডেমিওলজির পরিভাষার মাদকাসক্তি বা মাদক ব্যবহার ব্যাধি একটি অসংক্রামক রোগ। অর্থাৎ করোনা, যক্ষ্মা, চিকেন পক্সের মতো শারীরিকভাবে ছোঁয়াচে নয়। কিন্তু বাস্তবতা হলো এই যে,এটা মানসিক, সামাজিক, অর্থনৈতিক ভাবে ছোঁয়াচে। পরিবারের যে কোন একজন সদস্য মাদকাসক্ত হলে সে পরিবারের বাকি সব সদস্যও অন্যরকম অস্বাভাবিক আচরণ করেন। যেমন ধরা যাক উত্তেজক মাদক নিয়ে একজন মাদকাসক্ত ব্যক্তি যখন রাতভর জেগে থাকেন ঠিক তখন তার আপনজনও রাত জেগে থাকেন, দুশ্চিন্তা করেন।

আবার মাদকাসক্তি অব্যাহত রাখা ব্যক্তি যদি সামাজিকভাবে কিংবা বুদ্ধিবৃত্তিকভাবে প্রভাবশালী হন তাহলে তার জীবনকালে কমপক্ষে আরও ২০ জনকে মাদকের রাস্তায় নিয়ে আসেন। মাদকের কারণে অর্থ খরচ, নিজের ও আপনজনদের নষ্ট কর্মঘণ্টা এবং সম্ভাব্য উন্নতি থেমে যাওয়া থেকে হওয়া ক্ষতি, দুশ্চিন্তা হওয়া কিংবা বেড়ে যাওয়া বিভিন্ন দীর্ঘমেয়াদি শারীরিক রোগ (ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, স্ট্রোক), মানসিক রোগ (বিষণ্নতা, উদ্বিগ্নতা ইত্যাদি) জনিত ক্ষতিহয়। সব মিলিয়ে অর্থনৈতিক ক্ষতিও নেহাত কম নয়।