‘মাদকাসক্ত রোগীকে নয়, মাদককে ঘৃণা করব’

প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ১৭ এপ্রিল ২০১৪ তারিখে বিকেল সাড়ে চারটায় মাদকবিরোধী পরামর্শ সভার ৪৯ তম পর্বটি অনুষ্ঠিত হয় রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে। এ আয়োজনে মাদকাসক্ত রোগী ও তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। মনোরোগ চিকিৎসক ও বিশেষজ্ঞরা মাদকাসক্তি নিরাময়ের জন্য তাঁদের বিভিন্ন পরামর্শ দেন।

সভায় মনোরোগ বিশেষজ্ঞ মোহিত কামাল বলেন, ‘মাদকাসক্ত রোগীদের চিকিৎসার একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য। মাদকাসক্ত রোগীদের চিকিৎসা কিছুটা দীর্যমেয়াদি। তাই ধৈর্যের কোনো বিকল্প নেই। অনেকে এদের মারধর  করেন। আটকে রাখেন। এসব কাজে ভালো ফল পাওয়া যায় না। বরং ক্ষতি হয়। অনেকে আবার মাদকাসক্ত রোগীদের লুকিয়ে রাখেন। আত্মীয়স্বজনসহ মানুষের সামনে আনেন না। অন্যের সঙ্গে পরামর্শ করেন না। লজ্জায় ঘরে লুকিয়ে রাখেন। এর কোনোটাই মাদকাসক্ত রোগীদের জন্য মঙ্গলজনক না। মাদকাসক্তকে একটা রোগ মনে করতে হবে। মাদককে ঘৃণা করব। মাদকাসক্ত রোগীকে নয়।’