প্রশ্ন ও উত্তর পর্ব-১৪১
‘নেশা করার জন্য মাদকের আবিষ্কার করা হয়নি’
প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ২০ অক্টোবর ২০২২ তারিখ রাজশাহী কলেজিয়েট স্কুলের মিলনায়তনে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়। প্রথম আলো ট্রাস্টের আয়োজনে এই সভায় পরামর্শ দেন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক তানজির আহম্মদ ও বরেন্দ্র মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক শহিদুল আলম। উক্ত পরামর্শ সভায় আসা নানা প্রশ্ন ও উত্তরের আলোকে আজকে থাকছে পর্ব-১৪১।
নবম শ্রেণির শিক্ষার্থী মাসনুন আবরারের প্রশ্ন ছিল, মাদকের কোনো ভালো দিক আছে কি না।
এ প্রশ্নের জবাবে পরামর্শকেরা বলেন, নেশা করার জন্য মাদকের আবিষ্কার করা হয়নি। এগুলো চিকিৎসাক্ষেত্রে কাজে লাগে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কেউ কোনো অসুখের জন্য মাত্রা অনুযায়ী সেবন করে, তাহলে তাতে কোনো ক্ষতি হবে না।