নিজের জীবন, পরিবার ও সমাজকে সুন্দর রাখতে মাদক থেকে দূরে থাকতে হবে

প্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী পরামর্শ সভার আওতায় গত ২২ জানুয়ারি ২০২৩ তারিখ ময়মনসিংহের প্রিমিয়ার আইডিয়াল উচ্চবিদ্যালয়ে এক সভার আয়োজন করা হয়।

প্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী পরামর্শ সভার আওতায় গত ২২ জানুয়ারি ২০২৩ তারিখ দুপুরে ময়মনসিংহের প্রিমিয়ার আইডিয়াল উচ্চবিদ্যালয়ের সম্মেলনকক্ষে এক সভার আয়োজন করা হয়। সভায় পরামর্শ দেন ময়মনসিংহের কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান এম এ এস পাঠান এবং আমন্ত্রিতি অতিথিগণ।। উক্ত আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।

‘না, না, না, মাদককে না।’ এমন স্লোগানে মুখর হয়ে ওঠেছিল ময়মনসিংহের প্রিমিয়ার আইডিয়াল উচ্চবিদ্যালয়ের সম্মেলনকক্ষ। সেখানে উপস্থিত চার শতাধিক শিক্ষার্থীকে বারবার এ স্লোগান শেখাচ্ছিলেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ময়মনসিংহ কার্যালয়ের উপপরিচালক মো. খোরশেদ আলম। তিনি বলেন, নিজের জীবন, পরিবার ও সমাজকে সুন্দর রাখতে হলে মাদকদ্রব্য থেকে নিজেকে দূরে রাখতে হবে।

সভায় শিক্ষার্থীদের উদ্দেশে প্রিমিয়ার আইডিয়াল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক চাঁন মিয়া বলেন, ‘প্রত্যেককে নিজের মা–বাবার কথা শুনে চলতে হবে। কখনো মিথ্যা কথা বলা যাবে না। তাহলে মাদকমুক্ত থাকার আশা জাগবে। কারণ কোনো পরিবারের একজন সন্তান যদি মাদকাসক্ত হয়ে পড়ে, তাহলে ওই পরিবার ধ্বংসের দিকে চলে যায়। আমি চাই, আমার স্কুলের একজন শিক্ষার্থীও যেন কোনো দিন মাদক স্পর্শ না করে।’