পরিবারে মা-বাবার মধ্যে ভালো সম্পর্ক থাকতে হবে

দীর্ঘদিন মাদকবিরোধী নানা কর্মসূচি, মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভায় চিকিৎসক ও মনোবিজ্ঞানীদের পরামর্শ ও পর্যবেক্ষণ অনুসরণে লিখেছেন আশফাকুজ্জামান।

সন্তানদের জীবনের প্রথম শিক্ষক মা-বাবা। তাঁদের সবকিছুকে তারা অনুসরণ করে। মা-বাবার আচরণ সন্তানদের ওপর ভীষণ প্রভাব পড়ে। যেমন কাদার ওপর আঙুলের ছাপ দেওয়া হলো। কাদা শুকালে আঙুলের ছাপ থেকে যায়। তেমনি মা-বাবার আচরণ সন্তানদের ওপর থেকে যায়। তাই মা-বাবাকে সাবধানে আচরণ করতে হবে। তাঁরা এমন আচরণ করবেন না যা সন্তানদের মনে কষ্ট দেয়। মা-বাবা ঝগড়া বিবাদ করবেন না। বকাবকি করবেন না। কারও মনে কষ্ট দিয়ে কথা বলবেন না। তাদের চলাফেরা, পোশাক পরিচ্ছদের মধ্যে সৌন্দর্যের বহি:প্রকাশ থাকা প্রয়োজন। কাজকর্মে ও সামাজিক অন্যান্য ক্ষেত্রে মা-বাবা দুজনের মধ্যে একটা পরিচ্ছন্নতার বহি:প্রকাশ থাকবে। সন্তানেরা এসব দেখে দেখে শিখবে। এভাবে সন্তানদের মধ্যেও একটা পরিচ্ছন্ন মূল্যবোধ তৈরি হবে। এই মূল্যবোধ সন্তানদের ভবিষ্যত জীবনকে পরিচালিত করবে। এ জন্য মা-বাবার মধ্যে ভালো সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। অনেক পরিবার নিজেদের মধ্যের ভালো সম্পর্ককে গুরুত্ব দেয় না। সেসব পরিবারের সন্তানদের মধ্যে সাধারণত অস্থিরতা তৈরি হয়। তারা যেখানে-সেখানে অন্যায় অপরাধের সঙ্গে জড়িয়ে যায়। তাই মা-বাবার সম্পর্ককে খুব গুরুত্বের সঙ্গে দেখতে হবে।