মাদক ও ইন্টারনেট আসক্তি কর্মস্পৃহা নষ্ট করে

মানসিক স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক কর্মশালায় বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। গত ১৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে।

প্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী আন্দোলনের অংশ হিসেবে মানসিক স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক কর্মশালার আয়োজন করা হয়। গত ১৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কর্মশালাটি আয়োজন করা হয়। ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস ও প্রথম আলো ট্রাস্টের সহযোগিতায় প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্যদ কর্মশালাটির আয়োজন করে। সভায় পরামর্শ দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফাতেমা মারিয়া খান ও সহকারী অধ্যাপক ডা. সরদার আতিক এবং সিটি হাসপাতালের সাইকোথেরাপিস্ট কন্সালটেন্ট মাহমুদা মুহসিনা বুশরা।

সভার এক পর্যায়ে মাদক ও ইন্টারনেট আসক্তি সম্পর্কে আলোচনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. সরদার আতিক। তিনি বলেন, ‘নানা কারণে একজন ব্যক্তি মাদকাসক্ত হতে পারে। সামাজিক দুশ্চিন্তা থেকে ইন্টারনেট আসক্তি সৃষ্টি হয়। মাদক ও ইন্টারনেট আসক্তি কর্মস্পৃহা নষ্ট করে। তাই স্ট্রেস কমিয়ে আসক্তি থেকে মুক্ত থাকতে হবে। এ জন্য সুস্থ বিনোদন, বই পড়া ও সামাজিক উন্নয়নমূলক নানা কাজের সঙ্গে যুক্ত হওয়া যায়।’