প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। ময়মনসিংহ নগরের রয়েল মিডিয়া কলেজে গত ০৯ মে ২০২৩ তারিখে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় পরামর্শ দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের উপরিচালক মো. খোরশেদ আলম ও পরিদর্শক মো. কবীরুল হাসান। পরামর্শ সভার আলোচনা থেকে নিম্নোক্ত অংশটি তুলে ধরা হলো
পরামর্শ সভায় অংশ নিয়ে ময়মনসিংহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক খোরশেদ আলম বলেন, ‘বাংলাদেশ মাদক উৎপাদনকারী দেশ না হলেও বর্তমানে এদেশের যুবসমাজের মধ্যে মাদকাসক্তি প্রকট হয়ে উঠেছে। বিভিন্ন ধরণের সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে মাদকাসক্তির যোগসূত্র রয়েছে। মাদকদ্রব্য আর্থ-সামাজিক স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। তাই মাদক নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সমাজের সকল স্তরে মাদকের কুফল সম্পর্কে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করা প্রয়োজন। মাদকের বিরুদ্ধে লড়াইয়ে পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিবিড় পারিবারিক বন্ধন সন্তানকে মাদক থেকে দূরে রাখে। সুস্থ স্বাভাবিক মানুষ হিসাবে গড়ে উঠতে হলে শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকতে হবে।