‘মাদকাসক্ত কিশোর–কিশোরীর টাকা খরচ করার প্রবণতা বাড়ে’

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. সরদার আতিক।

প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। ২০২৪ সালের ২১ আগস্ট প্রথম আলো ট্রাস্ট আয়োজিত অনলাইন মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. সরদার আতিক ‘মাদকাসক্তি কিশোর–কিশোরীদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত করে’—এই বিষয়ের ওপর আলোচনা করেন।মাদকবিরোধী পরামর্শ সভার আলোচনা থেকে নিম্নোক্ত অংশটি তুলে ধরা হলো।

মাদকাসক্তির  লক্ষণ প্রসঙ্গে ডা. সরদার আতিক বলেন, কিশোর–কিশোরীরা মাদকে আসক্ত হলে তাদের আচরণে এক ধরনের ঔদ্ধত্য, স্বেচ্ছাচারিতা লক্ষ করা যায়। এই সময়ে মাদকাসক্ত কিশোর–কিশোরী নেতিবাচকভাবে পরিবার থেকে বিচ্ছিন্ন হতে শুরু করে, নিজের কোনো ক্যারিয়ার প্ল্যান থাকে না, বন্ধুবান্ধব দ্রুত পরিবর্তন হতে শুরু করে, টাকা খরচ করার প্রবণতা বাড়ে, মিথ্যা বলার প্রবণতা দেখা যায় এবং চুরি করার প্রবণতাও দেখা দিতে পারে। কিশোর-কিশোরীদের মধ্যে এই ধরনের আচরণ দেখা দিলে মা–বাবাকে সচেতন হতে হবে।