প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। এ কার্যক্রমের আওতায় ২০২৩ সালের ০৯ মে ময়মনসিংহ নগরের রয়েল মিডিয়া কলেজ মিলনায়তনে মাদকবিরোধী এক সভা অনুষ্ঠিত হয়। প্রথম আলো ট্রাস্টের আয়োজনে এই সভায় পরামর্শ দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের উপরিচালক মো. খোরশেদ আলম ও পরিদর্শক মো. কবীরুল হাসান। উক্ত সভা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমাদের এখন বয়স কম। এখন অনেকেই কৌশলে তোমাদের খারাপের দিকে বা অন্ধকারের পথে ঠেলে দিতে চাইবে। কোনোভাবেই ভুল করা যাবে না। জীবনে নানা পরিস্থিতির সৃষ্টি হতে পারে । তবে কোনো অবস্থাতেই মাদক নেওয়া যাবে না। মাদকাসক্ত বন্ধুদের প্রভাবে অনেকে মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ে। বর্তমানে যেসব সামাজিক অপরাধ হয়, তার ৮০ শতাংশের কারণ হচ্ছে মাদক। মাদকাসক্তির কারণে অনেকেই জটিল মানসিক রোগে আক্রান্ত হয়। মাদক সেবনের ফলে ব্যাক্তির আত্মবিশ্বাস কমে যায় এবং আত্মমর্যাদাবোধ বিলুপ্ত হয়। সুতরাং মাদকের কুফল তোমাদের জানতে হবে এবং সর্বদা সচেতন থাকতে হবে।