মাদকাসক্ত ব্যক্তিদের দায়িত্ব এড়িয়ে যাওয়ার প্রবণতা দেখা যায়
প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ২৭ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে দিনাজপুর সদর উপজেলার কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম আলো ট্রাস্টের আয়োজনে মাদকবিরোধী সভায় শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে জানতে চায়।
দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজের সহাকারী অধ্যাপক জলধি নাথ রায়, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাহ-নেওয়াজ শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন।
পরামর্শ সভায় অংশ নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাহ-নেওয়াজ বলেন, ‘যে মাদক সেবন করে এবং মাদক সেবনে অন্যকে উৎসাহ দেয়, সে কখনোই অপর একজনের প্রকৃত বন্ধু হতে পারে না। মাদকাসক্ত ব্যক্তিদের মিথ্যা বলা বেড়ে যায়, দায়িত্ব এড়িয়ে যাওয়ার প্রবণতা দেখা যায়। মাদকের বিরুদ্ধে অভিযান বা সচেতনতা শুরু করতে হবে পরিবার থেকে। সন্তানের ভালো লাগা, মন্দ লাগাকে গুরুত্ব দিতে হবে। মাদকাসক্তি প্রতিরোধে পরিবারের তরুণ সদস্যদের আচরণ পর্যবেক্ষণে রাখতে হবে। বন্ধুদের সম্পর্কেও খোঁজ-খবর রাখতে হবে। সন্তানের সামনে বা ছোট শিশুর সামনে ধূমপান করা থেকে বিরত থাকতে হবে।’