প্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী পরামর্শ সভার আওতায় ২০২৩ সালের ২৭ ফেব্রুয়ারি দিনাজপুর সদর উপজেলার কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এক সভার আয়োজন করা হয়। সভায় শিক্ষার্থীদের নানা প্রশ্নের জবাব দেন দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজের সহাকারী অধ্যাপক জলধি নাথ রায়, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাহ-নেওয়াজ। উক্ত আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।
সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শিক্ষার্থীদের বলেন, ‘যে মাদক সেবন করে এবং মাদক সেবনে উৎসাহ দেয়, সে কখনোই তোমার প্রকৃত বন্ধু হতে পারে না। এটা মনে রাখবে সব সময়। আরেকটা বিষয় দেখবে যে, মাদকাসক্ত ব্যক্তিদের মিথ্যা বলা বেড়ে যায়।’
তিনি আরও বলেন, ‘মাদকের বিরুদ্ধে অভিযান বা সচেতনতা শুরু করতে হবে পরিবার থেকে। শৈশব থেকে সন্তানকে নৈতিকতার শিক্ষা দিতে হবে। সন্তানের ভালো লাগা, মন্দ লাগাকে গুরুত্ব দিতে হবে। অহেতুক সন্তানদের সঙ্গে দূরত্ব সৃষ্টি করবেন না।’