‘মাদকাসক্তির ফলে স্মৃতিশক্তি লুপ্ত হয়’

রংপুরের ইন্টারন্যাশনাল গ্রামার স্কুলে প্রথম আলো ট্রাস্টের আয়োজনে মানসিক স্বাস্থ্যবিষয়ক পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়।

প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। রংপুরের ইন্টারন্যাশনাল গ্রামার স্কুলে গত ১৪ মার্চ ২০২৩ তারিখে, প্রথম আলো ট্রাস্টের আয়োজনে মানসিক স্বাস্থ্যবিষয়ক পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়। সভায় পরামর্শ দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক আলী আসলাম হোসেন ও রংপুর মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের চিকিৎসক রঞ্জন কুমার সেন।

পরামর্শ সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক আলী আসলাম হোসেন বলেন, ‘মাদকাসক্তির ফলে নানা ধরণের মানসিক সমস্যার সৃষ্টি হয়। আসক্ত ব্যক্তি বিষণ্ণতা, উদ্বেগ, ভয়, হতাশার মতো  নেতিবাচক আবেগের জালে আবদ্ধ হয়ে পড়ে। ব্যক্তির স্মৃতিশক্তি লুপ্ত হয়, যে কোন কাজে মনসংযোগ ধরে রাখতে সমস্যা হয়। মাদকাসক্তির ফলে ঘুমের ব্যঘাত হয়;এমনকি মনোবিকারও দেখা দিতে পারে।’