পরামর্শ দেন গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের সাইকিয়াট্রি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা.মো. জোবায়ের মিয়া।

প্রশ্ন: আমার এক ভাই ফেনসিডিল খেত। এখন মদ খায় তার জন্য কি করব?

উত্তর:  অ্যালকোহলও একটি মাদক। একটি মাদক  থেকে অন্য মাদকে গিয়েছেন তিনি মাদকাসক্তের মধ্যেই আছেন। অ্যালকোহল লিভারের ক্ষতি করে । অ্যালকোহল  গ্রহণের ফলে লিভার অকার্যকর হয়ে যায়। লিভারে পরিপাক ক্রিয়া নষ্ট হয়।  প্রথমে লিভার বিশেষজ্ঞকে দেখিয়ে শারীরিক চিকিৎসা প্রয়োজন । চিকিৎসা নিতে হবে তারপর মনোরোগ চিকিৎসকের তত্ত্বাবধানে তাকে হাসপাতালে ভর্তি হতে হবে।  সরকারিভাবে কেন্দ্রীয় মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্র, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট,বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বহি বিভাগ ও দেশের সরকারি মেডিকেল কলেজের বহির্বিভাগ দেখাতে পারেন।