প্রশ্ন: তরুণ বয়সেই কেন বেশি ধূমপানের দিকে যায়?
উত্তর: শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সাইকিয়াট্রি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মো. জিল্লুর রহমান খান বলেন, ‘তরুণদের কাছে সেলিব্রিটি কারা। তাদের সেলিব্রেটিরা ধূমপান করে। কিশোর তরুণেরা সেলিব্রিটিদের অনুকরণ করতে চায়। কোন কোন সেলিব্রিটি প্রকাশ্যে ধূমপান করে। কিশোর-তরুণ ওই সব সেলিব্রিটিদের অনুকরণ করে। তা ছাড়া তরুণদের অনেকেই মনে করে, ধূমপান করলে স্মাটনেস বাড়ে। অনেক বন্ধুরাও এই বার্তা দেয়। আসলে ধূমপানের মধ্যে কোনো স্মার্টনেস নাই। তাই বন্ধু কোন বন্ধুকে ধূমপানের জন্য অফার করলে তা ‘না’ করতে হবে।’