শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যবিষয়ক পরামর্শ

রংপুরে মানসিক স্বাস্থ্যবিষয়ক পরামর্শ সহায়তা সভায় শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ। নগরের ইন্টারন্যাশনাল গ্রামার স্কুলে।

প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ১৪ মার্চ ২০২৩ তারিখ রংপুরের ইন্টারন্যাশনাল গ্রামার স্কুলের শিক্ষার্থীদের জন্য মানসিক স্বাস্থ্যবিষয়ক পরামর্শ সহায়তা সভা হয়। প্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী আন্দোলনের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সভার আয়োজন করেন প্রথম আলো বন্ধুসভা রংপুরের বন্ধুরা। সভায় শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে জানতে চায়।

মানসিক বিষণ্নতায় মানুষের মাদক গ্রহণের কারণ, মাদক গ্রহণে শরীরের ক্ষতিকর দিক, মাদক ক্ষতিকর হওয়ার পরও দেশে মাদক কীভাবে আসছে, তা রোধ কিংবা বন্ধ না হওয়ার কারণ, চিকিৎসা ছাড়া মাদকাসক্তি থেকে বের হওয়া উপায় কী—খুদে শিক্ষার্থীদের এমন নানা প্রশ্ন উঠে আসে মানসিক স্বাস্থ্যবিষয়ক পরামর্শ সহায়তা সভায়। আলোচকেরা শিক্ষার্থীদের এসব প্রশ্নের জবাব দেন।