সর্বনাশা মাদক ধীরে ধীরে জীবনকে দুর্বিষহ করে তোলে
প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ৩ জানুয়ারি ২০২৩ তারিখে প্রথম আলো ট্রাস্ট আয়োজিত মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয় রাজধানীর বাড্ডায় কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ মিলনায়তনে। সভায় পরামর্শ দেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মোহিত কামাল।
সভায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক মোহিত কামাল বলেন, ‘মাদকের নেশা শুধু সম্ভাবনাময় একটি জীবনকে ধ্বংস করছে না, পরিবার, সমাজ তথা পুরো জাতিকেই গভীর খাদের দিকে নিয়ে যাচ্ছে।’
অধ্যাপক মোহিত কামাল আরও বলেন ‘সাময়িক আনন্দ লাভের আশায় তরুণেরা নেশায় আসক্ত হয়। কিন্তু এই সর্বনাশা নেশাই ধীরে ধীরে তার জীবনকে দুর্বিষহ করে তোলে। আমি আর আমি থাকি না। আমি বদলে যাই। সেই আমি নেশার টাকার জন্য গর্ভধারিণী মাকেও মেরে ফেলতে পারি। অসুস্থ এই পরিবেশ থেকে বের হয়ে আসতে হবে। সুস্থ জীবনযাপন করতে হবে।’