‘সামাজিক দুশ্চিন্তা থেকে ইন্টারনেট আসক্তি সৃষ্টি হয়’

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. সরদার আতিক।

ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস ও প্রথম আলো ট্রাস্টের সহযোগিতায় প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্যদ গত ১৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে মানসিক স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক কর্মশালার আয়োজন করেছিল। উক্ত সভার আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।

পরামর্শ সভায় মাদক ও ইন্টারনেট আসক্তি সম্পর্কে আলোচনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. সরদার আতিক। তিনি বলেন, ‘নানা কারনে একজন ব্যক্তি মাদকাসক্ত হতে পারে। সামাজিক দুশ্চিন্তা থেকে ইন্টারনেট আসক্তি সৃষ্টি হয়। মাদক ও ইন্টারনেট আসক্তি কর্মস্পৃহা নষ্ট করে। তাই স্ট্রেস কমিয়ে আসক্তি থেকে মুক্ত থাকতে হবে।’