‘মাদক সেবনের ফলে ব্যক্তির সুস্থ চিন্তা-চেতনা সম্পূর্ণ লোপ পায়’

সিলেটে শিক্ষার্থীদের মাদকের বিরুদ্ধে সচেতন করতে ‘মাদকবিরোধী পরামর্শ’ শীর্ষক সভায় বিশেষজ্ঞ চিকিৎসকেরা পরামর্শ দেন। প্রথম আলো ট্রাস্ট্রের উদ্যোগে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এ সভার আয়োজন করা হয়।

প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ২৫ সেপ্টেম্বর ২০২২ তারিখ সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়। প্রথম আলো ট্রাস্টের আয়োজনে এই সভায় পরামর্শ দেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের প্রধান আর কে এস রয়েল ও চিকিৎসা কর্মকর্তা রেজওয়ানা হাবীবা এবং নর্থইস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের প্রধান মো. আব্দুল্লাহ ছায়ীদ।

পরামর্শ সভায় অংশ নিয়ে চিকিৎসক মো. আব্দুল্লাহ ছায়ীদ বলেন, ‘মাদক থেকে দূরে থাকতে হলে মনোবল শক্ত থাকতে হবে। নিয়মিত মাদক সেবনের ফলে ব্যক্তির সুস্থ চিন্তা-চেতনা সম্পূর্ণ লোপ পায়। মন খারাপের কারণ হবে এমন মানুষদের এড়িয়ে চলতে হবে। নিজেকে সৃষ্টিশীল কাজের মধ্যে ব্যস্ত রাখতে হবে। মাদক থেকে মুক্ত থাকতে নেতিবাচক চিন্তা বাদ দিয়ে ইতিবাচক চিন্তা করতে হবে।’