‘আপনি মাদকমুক্ত হয়েছেন— এ জন্য ধন্যবাদ'

প্রথম আলো ট্রাস্টের নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। করোনাকালে এ সভা চলেছে অনলাইনে। গত ২৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখে প্রথম আলো ও প্রথম আলো ট্রাস্টের ফেসবুক পেজে মাদকবিরোধী অনলাইন পরামর্শ সহায়তা সভাটি অনুষ্ঠিত হয়। সভায় পরামর্শ দেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সাইক্রিয়াটিক বিভাগের সহকারী অধ্যাপক মো. জোবায়ের মিয়া। অনলাইন এই অনুষ্ঠানে যে বিষয়গুলো আলোচনায় আসে সেগুলো প্রশ্ন ও উত্তর আলোকে প্রকাশিত হচ্ছে। আজকে থাকছে পর্ব-২০৫।

সভায় পরামর্শ দেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সাইক্রিয়াটিক বিভাগের সহকারী অধ্যাপক মো. জোবায়ের মিয়া।

প্রশ্ন:  আগে মাদক গ্রহণ করতাম। দুই মাস হলো মাদক ছেড়েছি, তবে শারীরিক সমস্যায় ভুগছি। এখন কি করব?

 উত্তর:  শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সাইক্রিয়াটিক বিভাগের সহকারী অধ্যাপক মো. জোবায়ের মিয়া বলেন, ‘আপনি বুঝতে পেরেছেন এবং মাদকমুক্ত হয়েছেন এ জন্য ধন্যবাদ জানাই। মাদক প্রত্যাহার জনিত কারণে শারীরিক সমস্যা দেখা যায় । কোনো নিকটস্থ মনোরোগ চিকিৎসকের কাছে যেতে হবে।  মনোরোগ চিকিৎসক আপনাকে পরীক্ষা-নিরীক্ষা করে ওষুধসহ অন্যান্য ব্যবস্থাপত্র দেবেন।’