প্রশ্ন ও উত্তর পর্ব-৮৯
‘মোবাইল আসক্তি থেকে মাদকে আসক্ত হওয়ার সম্ভবনা আছে’
প্রথম আলো ট্রাস্টের নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। গত ৩১ জুলাই ২০২২ অনলাইন মাদকবিরোধী পরামর্শ সভায় পরামর্শ দেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা.ফারজানা রহমান। উক্ত পরামর্শ সভায় আসা নানা প্রশ্ন ও উত্তরের আলোকে লিখেছেন মাহবুবা সুলতানা। আজকে থাকছে পর্ব-৮৯।
প্রশ্ন: মোবাইল আসক্তি থেকে মাদকে আসক্ত হওয়ার কতটা সম্ভাবনা আছে বা আদৌ কোনো সম্ভাবনা আছে কিনা।
উত্তর: খুব অবাক করার মতো বিষয় হলো, মাদকাসক্তি এবং মোবাইল আসক্তির ক্ষেত্রে মস্তিষ্কের যেই সার্কিট বা আবর্তন তা কিন্তু একই। উভয় ক্ষেত্রে মস্তিষ্ক ঠিক একইভাবে কাজগুলো করে। ভালো সংবাদ, ভালো ঘটনা বা যেকোনো ভালো অনুভূতির সঙ্গে আমাদের মস্তিষ্কের রিওয়ার্ড সেন্টার জড়িত। মাদকাসক্তি এবং মোবাইল বা ইন্টারনেট আসক্তির কারণে আমাদের মস্তিষ্ক থেকে ডোপামিন নিঃসৃত হয়। আর এই আনন্দটিই আমাদের মস্তিষ্কের রিওয়ার্ড সেন্টারকে উদ্দীপিত করে এবং আমরা ভালো অনুভব করি। যেহেতু এই দুই ধরনের আসক্তিই মস্তিষ্কে একই রকম কাজ করে, তাই দুই ধরনের আসক্তি থেকেই সরে আসা বেশ মুশকিল।
এই প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘যাদের মোবাইলে আসক্তি ঘটে যায়, অনেক ক্ষেত্রেই তারা মাদকাসক্ত হয়ে যেতে পারে। এর একটা কারণ হলো, মোবাইলে বিশ্বজগৎ হাতের মুঠোয় থাকে। কখনো কখনো কেউ হয়তো কৌতূহল থেকে, বা কারও পোস্ট দেখে বা যে কোন কারণেই মাদকের বিষয়গুলো নিয়ে আগ্রহ দেখালে তখন কিন্তু সে ধীরে ধীরে মাদকে আসক্ত হয়ে যেতে পারে।’