‘মাদক নিলে ভালো লাগবে, স্লিম দেখাবে— এইগুলো সবই ভ্রান্ত ধারণা’

প্রথম আলো ট্রাস্টের নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। করোনাকালে এ সভা চলেছে অনলাইনে। গত ১৩ জানুয়ারি ২০২১ তারিখে প্রথম আলো ও প্রথম আলো ট্রাস্টের ফেসবুক পেজে মাদকবিরোধী অনলাইন পরামর্শ সহায়তা সভাটি অনুষ্ঠিত হয়। সভায় পরামর্শ দেন উত্তরা আধুনিক মেডিকেল কলেজের সাইক্রিয়াটিক বিভাগের তৎকালীন সহকারী অধ্যাপক ডা. ফাতিমা মারিয়া খান। অনলাইন এই অনুষ্ঠানে যে বিষয়গুলো আলোচনায় আসে সেগুলো প্রশ্ন ও উত্তর আলোকে প্রকাশিত হচ্ছে। আজকে থাকছে পর্ব-২০৪।

সভায় পরামর্শ দেন উত্তরা আধুনিক মেডিকেল কলেজের সাইক্রিয়াটিক বিভাগের তৎকালীন সহকারী অধ্যাপক ডা. ফাতিমা মারিয়া খান।

প্রশ্ন: একবার  মাদক খেলে  কি আসক্তি হয়? মাদকে আসক্তি চলে আসলে  বেরিয়ে আসার উপায় কি?

উত্তর: ‘একবার মাদক গ্রহণ করলে  আসক্তি হয় না। একটা ক্রনিক পিরিয়ড পার করলে আমরা তাকে আসক্তি বলি। সাময়িকভাবে যারা মাদক গ্রহণ করেন, চাইলে তারা ফিরে আসতে পারেন। যারা মাদক গ্রহন করেন তারা এটাকে কোন সমস্যা মনে করে না । তার সমস্যার জন্য পরিবার ভোগে এটাও তিনি বোঝেন না । মাদক গ্রহণের সময় একটা নির্দিষ্ট সময়ে আনন্দ পায়। এনার্জি পায়। মনে করেন মাদক গ্রহনের ফলে অনেক কাজ করতে পারবেন। বন্ধুদের পাল্লায় পড়ে একটা গ্রুপ তৈরি হয়।’

তিনি আরও বলেন, ‘মাদকাসক্তি থেকে ফিরিয়ে আনতে পরিবারের ভূমিকা বেশি। মাদক সব সময় খারাপ জিনিস। আসক্তি থেকে ফিরিয়ে আনা যায়। আমরা যদি শিশু-কিশোরদের কথা বলি— বাবা-মায়ের উচিত হবে বাচ্চা কার সঙ্গে মিশছে, কোথায় যাচ্ছে খোঁজ-খবর রাখতে হবে। বন্ধুরা বলবে তুমি তো স্মার্ট না, সঠিক জিনিস বোঝার ক্ষমতা রাখতে হবে। পরিবারে শিক্ষা ব্যক্তিত্বের গড়ন ভালো হলে না বলা সম্ভব। মাদক গ্রহণের জন্য হয়তো ১০ জনকে বলবে। ২ জন বন্ধু হয়তো নেবে। আবার দেখা যায় ওই ২জনের একজনের হয়তো ব্যক্তিত্বে সমস্যা। ‘না’ বলাটা শিখাতে হবে। যারা মাদক নেয় তারা মনে করে এটা ফ্যাশন। তারা মনে করে, মাদক নিলে তাকে দেখতে ভালো লাগবে, স্লিম দেখাবে— এইগুলো সবই ভ্রান্ত ধারণা। নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়াতে হবে।’