মানসিক স্বাস্থ্যবিষয়ক পরামর্শ
পরিপূর্ণ বিকাশে মানসিক স্বাস্থ্যের সুস্থতা খুবই গুরুত্বপূর্ণ
প্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী পরামর্শ সভার আওতায় ২০২৩ সালের ১৯ মার্চ রাজধানীর ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যবিষয়ক পরামর্শ সভা অনুষ্টিত হয়। সভায় পরামর্শ দেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ফাতিমা মারিয়া খান। । উক্ত সভায় আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।
মানসিক স্বাস্থ্যবিষয়ক পরামর্শ সভায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে আলোচকেরা বলেন, ‘শিক্ষার্থীদের পরিপূর্ণ বিকাশে মানসিক স্বাস্থ্যের সুস্থতা খুবই গুরুত্বপূর্ণ। তাদের মানসিক স্বাস্থ্য দেখভালের দায়িত্ব নিতে হবে পরিবারকে। ছাত্রছাত্রীদের ভালো লাগা, মন্দ লাগা, আবেগ, অনুভূতির সঙ্গে শিক্ষকেরা সরাসরি সম্পৃক্ত। তাই শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় শিক্ষকদের ভূমিকাও গুরুত্বপূর্ণ।’