প্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী কার্যক্রমের মধ্যে অন্যতম হলো মাদকবিরোধী পরামর্শ সভা। এ কার্যক্রমের আওতায় গত ২৯ নভেম্বর ২০২২ তারিখে ১৬৪তম মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয় রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে। সভায় পরামর্শ দেন বিভিন্ন হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের চিকিৎসকেরা। উক্ত সভার আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।
পরামর্শ সভায় অংশ নেওয়া দর্শকেরা মাদকাসক্তির বিষয়ে নানা প্রশ্ন করেন। আগত একজনের প্রশ্ন ছিল, মাদকাসক্ত ব্যক্তির সঙ্গে আচরণ কেমন হবে? এর উত্তরে মনোরোগ বিশেষজ্ঞরা বলেন, ‘যেকোনো মানসিক রোগ শারীরিক রোগের মতোই। দেখা যায় পরিবারের কেউ আসক্ত হলে মা-বাবা তার সঙ্গে খারাপ আচরণ করে। তাকে দোষারোপ করে। এটা একদমই ঠিক না। মনে রাখবেন, হতাশা বা শূন্যতা অথবা কুসঙ্গের কারণেই মানুষ খারাপ পথে পা-বাড়ায়। তাই পরিবারে কেউ মাদকাসক্ত হয়ে পড়লে কারণ জানার চেষ্টা করুন। কোনোভাবেই তার সঙ্গে খারাপ আচরণ করবেন না। এই সময়টাতে পরিবারের মানুষদের পাশে থাকা প্রয়োজন। প্রয়োজনে মানসিক চিকিৎসকের পরামর্শ নেওয়া যেতে পারে।’