প্রতিরোধক্ষমতা কমিয়ে দেয় মাদক

মাদকবিরোধী সভায় সবাই হাত তুলে মাদককে ‘না’ বলেন।
ছবি: প্রথম আলো

প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ০৯ আগস্ট ২০২২ তারিখ বিকেলে চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রথম আলো ট্রাস্টের আয়োজনে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়। এই সভা ছিল সবার জন্য উন্মুক্ত। বিভিন্ন শ্রেণি–পেশার নারী–পুরুষ এতে উপস্থিত ছিলেন। তাঁরা অতিথিদের কাছে মাদক ও বিভিন্ন আসক্তি সম্পর্কে জানতে চান।

সভায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক পঞ্চানন আচার্য বলেন, শুধু সিগারেট নয়, গাঁজা, অ্যালকোহল ইত্যাদি মাদকের ফলে ক্যানসারের ঝুঁকি তৈরি হয়। এসব মাদক শরীরে প্রবেশ করে রোগ প্রতিরোধক্ষমতা কমিয়ে দেয়। সিগারেট থেকে ফুসফুস আক্রান্ত হয়। পরে তা থেকে ক্যানসারও হতে পারে। তাই সবাইকে মাদক থেকে দূরে থাকতে হবে।’

পঞ্চানন আচার্য আরও বলেন, মাদক নিরাময়কেন্দ্রগুলোর নিয়ন্ত্রণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্পৃক্ততা থাকলে ভালো হতো।’