ধূমপান থেকেই শুরু, পরে জীবনের বিপর্যয়..

দীর্ঘদিন মাদকবিরোধী নানা কর্মসূচি, মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভায় চিকিৎসক ও মনোবিজ্ঞানীদের পরামর্শ ও পর্যবেক্ষণ অনুসরণে লিখেছেন আশফাকুজ্জামান।

ধূমপান থেকেই মাদকের শুরু হয়। এক গবেষণায় দেখা গেছে, মাদকাসক্ত ব্যক্তিদের অধিকাংশই ধূমপানের মাধ্যমে নেশায় জড়িয়েছে। একজন ধূমপায়ীর হয়তো আরও কয়েকজন ধূমপায়ী বন্ধু আছে। তাদের মধ্যে দু-একজন মাদকাসক্ত। এই দু-একজনের প্রভাবে অন্য ধূমপায়ী বন্ধুরা মাদকসক্ত হয়ে পড়ে। এভাবেই অধিকাংশ ক্ষেত্রে মাদক থেকে নেশায় আসক্ত হওয়ার প্রবণতা দেখা যায়। ধূমপান না করলে তার হয়তো ধূমপায়ী বন্ধু হতো না বা খুব কম হতো। মাদক গ্রহণের আশঙ্কাও প্রায় থাকত না। আবার এভাবে একবার যখন কেউ কোনো মাদক গ্রহণ করে, তখন সে একটার পর একটা বিভিন্ন ধরনের মাদক গ্রহণ করতে থাকে। মাদক গ্রহণের প্রবণতা দিন দিন বেড়ে যায়। আর মাদক গ্রহণ করতে করতে একসময় নিজেকে ধ্বংসের পথে নিয়ে আসে। তাই দেখা যায়, ধূমপান থেকেই মাদকের শুরু এবং তারপর একটার পর একটা নিজের জীবনের বিপর্যয়। একসময় মৃত্যুই হয়ে ওঠে জীবনের অবশ্যম্ভাবী নিয়তি।