প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ০৯ আগস্ট ২০২২ তারিখ বিকেলে চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রথম আলো ট্রাস্টের আয়োজনে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়। এই সভা ছিল সবার জন্য উন্মুক্ত। বিভিন্ন শ্রেণি–পেশার নারী–পুরুষ এতে উপস্থিত ছিলেন। তাঁরা অতিথিদের কাছে মাদক ও বিভিন্ন আসক্তি সম্পর্কে জানতে চান। উক্ত পরামর্শ সভায় আসা নানা প্রশ্ন ও উত্তরের আলোকে আজকে থাকছে পর্ব-৯৭।

চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রথম আলো ট্রাস্টের আয়োজনে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়। গত ০৯ আগস্ট ২০২২ বিকেলে।

সোহেল রানা স্নাতকে পড়েন। তাঁর স্কুলপড়ুয়া ছোট ভাইয়ের সঙ্গে মাদক নিয়ে আলোচনা শুরু করবে ভাবছেন। মাদকের কুফল সম্পর্কে বোঝানো যায় কীভাবে, তা নিয়ে চিন্তিত তিনি। তিন বিশেষজ্ঞ চিকিৎসককে পেয়ে সোহেল রানা তাঁদের কাছে এ প্রশ্ন করেন। বিশেষজ্ঞ চিকিৎসকেরা প্রশ্নের উত্তরে বলেন, ধূমপান থেকে মাদকের শুরু। তাই ভাইয়ের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলে আচরণগত পরিবর্তন খেয়াল রাখতে হবে। এরপর প্রথমে সিগারেট ও পরে মাদকের কুফল সম্পর্কে আস্তে আস্তে বোঝাতে হবে।