প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। এ কার্যক্রমের আওতায় ২০২৩ সালের ১৪ মার্চ রংপুরের ইন্টারন্যাশনাল গ্রামার স্কুলে মাদকবিরোধী এক সভা অনুষ্ঠিত হয়। প্রথম আলো ট্রাস্টের আয়োজনে এই সভায় পরামর্শ দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক আলী আসলাম হোসেন, রংপুর মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের চিকিৎসক রঞ্জন কুমার সেন। উক্ত সভা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।
সভায় মাদকদ্রব্যের কুফল সম্পর্কে শিক্ষার্থীদের উদ্দেশে আলী আসলাম হোসেন বলেন, ‘পরীক্ষায় ভালো ফল হয়নি কিংবা প্রেমের ব্যর্থতা থেকেও মাদকের প্রতি আসক্তি তৈরি হতে পারে। প্রথম প্রথম এটা মানসিক বিষয় থাকে। পরে ধীরে ধীরে চাহিদা বাড়তে থাকে। একসময় প্রচণ্ড হতাশা থেকে মাদকাসক্ত হয়ে পড়ে। এ অবস্থায় অভিভাবকদের বড় ভূমিকা রাখতে হবে। আচরণগত বিষয়গুলো খেয়াল করতে হবে। সন্তান কোথায় যায়, কী করে তার খবর রাখতে হবে। হাত খরচ হিসাবে অতিরিক্ত টাকা সন্তানকে না যাবে না। পরিবার ও অভিভাবকদের সচেতন হবে হবে, সন্তানের পাশে থাকতে হবে। ভালোবাসা ও সুচিকিৎসার মাধ্যমে যে কাউকে মাদক থেকে মুক্ত করা সম্ভব।’