‘শারীরিক ও মানসিক পরিবর্তন হওয়ার সময় কিশোরেরা মানসিক দ্বন্দ্বে ভুগে’

প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ২৯ সেপ্টেম্বর ২০২২, প্রথম আলো ট্রাস্ট আয়োজিত অনলাইন মাদকবিরোধী পরামর্শ সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় মনোরোগ বিভাগের  সহকারী অধ্যাপক ডা. ফাতিমা মারিয়া খান নানা প্রশ্নের উত্তর দেন। এ সব প্রশ্ন ও উত্তরের আলোকে আজকে থাকছে পর্ব-১২৮।

প্রশ্ন: কিশোররা কেন মাদকাসক্ত হয়?

উত্তর: শিশুকাল পার হয় মেয়েদের ক্ষেত্রে নয় বছর। আর ছেলেদের ক্ষেত্রে এটা ১১ বছর। পরে আসে কিশোর বয়স। এই কিশোর বয়সে শারীরিক ও মানসিক পরিবর্তন হয়ে থাকে। তখন কিশোরেরা মানসিক দ্বন্দ্বে ভুগে। ডিপ্রেশন, মুড পরিবর্তন, মানসিক সমস্যা, কৌতূহলসহ অন্যান্য কারণে কিশোরেরা সংকটের মধ্যে পড়ে যায়। ডিপ্রেশনে ভুগতে পারে। এই সময়টাতে বেশিরভাগ ভুল পথে পা বাড়ায়।