‘মাদক একধরণের ছদ্মবেশী শত্রু’

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. ফারজানা রহমান।

প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। ২৯ সেপ্টেম্বর ২০২৪, প্রথম আলো ট্রাস্ট আয়োজিত অনলাইন মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচক জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. ফারজানা রহমান ‘মাদকাসক্তি প্রতিরোধে সৃজনশীল কার্যক্রমের ভূমিকা’—এই বিষয়ের ওপর আলোচনা করেন। মাদকবিরোধী পরামর্শ সভার আলোচনা থেকে নিম্নোক্ত অংশটি তুলে ধরা হলো।

পরামর্শ সভায় আসক্তি প্রসঙ্গে ডা.ফারজানা রহমান বলেন, একই কাজ বারবার করলে সেটির প্রতি মানুষের আসক্তি তৈরি হয়। মানুষ কেন মাদকাসক্ত হয়, এর কারণ বিশ্লেষণ করলে দেখা যায়, মাদক গ্রহণ করলে মস্তিষ্ক থেকে ডোপামিন নিঃসৃত হয়, এর ফলে মস্তিষ্ক উদ্দীপ্ত হয় এবং আমরা আনন্দিত হই। মাদক কিন্তু আনন্দ পাওয়ার উপকরণ নয়। মাদক একধরণের ছদ্মবেশী শত্রু। অন্যদিকে যেকোনো সৃজনশীল কাজের সঙ্গে যুক্ততা আমাদের অনন্দ দেয়। সৃজনশীল কাজ করার ফলেও মস্তিষ্ক থেকে ডোপামিন নিঃসৃত হয়। আমরা আনন্দিত হয়। তাই দেখা যাচ্ছে, সৃজনশীল কাজের সঙ্গে যারা যুক্ত তদের আনন্দ পাওয়ার প্রক্রিয়াটি ইতিবাচক প্রক্রিয়ায় সম্পাদিত হয়। এর ফলে মাদকাসক্ত হওয়ার আশঙ্কা কম থাকে।