ইয়াবা সেবন করলে মস্তিষ্কের ওজন কমে যায়

প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ৩ জানুয়ারি ২০২৩ তারিখে প্রথম আলো ট্রাস্ট আয়োজিত মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয় রাজধানীর বাড্ডায় কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ মিলনায়তনে। সভায় পরামর্শ দেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মোহিত কামাল। উক্ত সভায় আসা নানা প্রশ্ন ও উত্তরের আলোকে আজকে থাকছে পর্ব-১৭৪।

পরামর্শ দেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মোহিত কামাল।
ছবি: প্রথম আলো

প্রশ্ন: নিয়মিত ইয়াবা খেলে মস্তিষ্কের কী ক্ষতি হয়?

উত্তর: জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মোহিত কামাল বলেন, ‘আমাদের মস্তিষ্কের স্বাভাবিক ওজন ১ হাজার ৪০০ থেকে ৫০০ গ্রাম। কেউ যদি এক থেকে দুই বছর নিয়মিত ইয়াবা সেবন করে, তার মস্তিষ্কের ওজন ১০০০ গ্রামে নেমে যায়। এটা ভয়ংকর ক্ষতি।’