প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত বছরের (২০২৪) ২৮ অক্টোবর প্রথম আলো ট্রাস্ট আয়োজিত অনলাইন মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচক শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো.জোবায়ের মিয়া ‘শিশু–কিশোরদের মানসিক বিকাশে শিক্ষকদের ভূমিকা’—এই বিষয়ের ওপর আলোচনা করেন। পরামর্শ সভার আলোচনা থেকে নিম্নোক্ত অংশটি তুলে ধরা হলো।
পরামর্শ সভায় যুগোপযোগী পাঠদানপ্রক্রিয়া প্রসঙ্গে ডা. মো. জোবায়ের মিয়া বলেন, ‘সমাজ পরিবর্তনশীল। বর্তমানে নতুন নতুন প্রযুক্তির সঙ্গে আমরা পরিচিত হচ্ছি। এ ক্ষেত্রে সময়ের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষকদেরও যুগোপযোগী হতে হবে। পাঠদানপ্রক্রিয়ার আধুনিক ধরন সম্পর্কে একজন শিক্ষকের ধারণা থাকতে হবে, শ্রেণিকক্ষে তার প্রতিফলন থাকবে। পিছিয়ে পড়া শিক্ষার্থীর প্রতি শিক্ষককে যত্নবান হতে হবে। শিক্ষার্থীর পিছিয়ে পড়ার কারণ অনুসন্ধান করবেন শিক্ষক এবং সমাধানের উপায় বের করবেন। এ ক্ষেত্রে শিক্ষার্থীর অভিভাবকের সঙ্গে শিক্ষকের নিবিড় যোগাযোগ গড়ে তুলতে হবে।’