‘মাদক গ্রহণের ফলে চিন্তাশক্তি ক্ষতিগ্রস্ত হয়’

প্রথম আলো ট্রাস্টের নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। করোনাকালে এ সভা চলছে অনলাইনে। গত ২৬ জানুয়ারি ২০২১ তারিখে প্রথম আলো ও প্রথম আলো ট্রাস্টের ফেসবুক পেজে মাদকবিরোধী অনলাইন পরামর্শ সহায়তা সভাটি অনুষ্ঠিত হয়। সভায় পরামর্শ দেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মোহিত কামাল। অনলাইন এই অনুষ্ঠানে যে বিষয়গুলো আলোচনায় আসে সেগুলো প্রশ্ন ও উত্তর আলোকে প্রকাশিত হচ্ছে। আজকে থাকছে পর্ব-২০০।

সভায় পরামর্শ দেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মোহিত কামাল।

প্রশ্ন: মাদকের খারাপ দিকগুলো কী কী?

উত্তর: মাদক গ্রহণের ফলে শারীরিক, মানসিক, একাডেমিক ও  সামাজিক ক্ষতি হয় । মাদক গ্রহণের ফলে চিন্তাশক্তি ক্ষতিগ্রস্ত হয়। মন তছনছ করে দেয় মাদক। আবেগ বদলে যায়, চিন্তা ভাবনা বদলে যায়। ঘুমের প্যাটার্ন বদলে যায়। খাবারের রুচি বদল হয়। খেতে পারে না, ওজন কমে যায়। শরীরের মাসল ক্ষয়ে যায়। হাতের, মুখের মাসল কমে যায়। খাবার, ঘুম, রুচি নষ্ট করে ।

তিন আরও বলেন, ‘স্লিম হওয়ার জন্য কেউ কেউ মাদক গ্রহণ করে। একজন স্বাভাবিক মানুষের ব্রেনের ওজন কম বেশি ১৪০০ গ্রাম হয়। মাদক গ্রহণ করলে ব্রেনের ওজন  ৯০০ গ্রাম হয়ে যায়। ফুসফুস, শ্বাসকষ্ট শুরু হয়। মাদক নেওয়ার ফলে ফুসফুসে পানি জমে যায়। ইয়াবা খেলে কিডনি আক্রান্ত হয়। লিভার নষ্ট হয়। যৌন ক্ষমতা কমে যায়। বাচ্চা উৎপাদন ক্ষমতা কমে যায়। মাদক গ্রহণের ফলে পুরো শরীরের বিভিন্ন অংশ ক্ষতি হয়।’