প্রথম আলো ট্রাস্টের নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। গত ১৩ ফেব্রুয়ারি, ২০২২, প্রথম আলো ট্রাস্টের নিয়মিত আয়োজন অনলাইন মাদকবিরোধী আয়োজনটি ছিল মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভার ১৫১তম পর্ব। অনলাইনে পরামর্শ দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফাতিমা মারিয়া খান। অনলাইন এই অনুষ্ঠানে যে বিষয়গুলো আলোচনায় আসে সেগুলো প্রশ্ন ও উত্তর আলোকে প্রকাশিত হচ্ছে। আজকে থাকছে পর্ব-২০৬।
প্রশ্ন: মাদকের বিরুদ্ধে সচেতন বার্তা প্রান্তিক পর্যায়ে কীভাবে পৌঁছাতে পারি?
উত্তর: মাদকাসক্তি একটি ক্রনিক রিল্যাপ্সিং ব্রেইন ডিসঅর্ডার যার অর্থ এটি এক ধরনের মানসিক রোগ। মাদক যে শুধু শারীরিক ক্ষতি করে তা নয়। এর ফলে ব্যাপক মানসিক ক্ষতি হয়ে থাকে। কিছুদিন আগে 'সাবস্ট্যান্স অ্যাবিউজ' এর ওপর জাতীয় একটি সমীক্ষায় দেখা গেছে, বাংলাদেশের প্রায় ৪০ লাখ মানুষ মাদকের কবলে আছে। কিন্তু কতজন মানুষ চিকিৎসার সুযোগ পাচ্ছেন? দেখা যায় এই ৪০ লাখ মানুষের মধ্যে অধিকাংশই গ্রাম বা প্রান্তিক পর্যায়ে বসবাস করে। প্রথমে এই বিষয়টিই সাধুবাদযোগ্য যে, আমরা সকলের কাছে সচেতন বার্তা পৌঁছে দিতে চাই। বাস্তবতার কথা যদি বলি, আমরা মাত্র ২৬০ জন মনোরোগ বিশেষজ্ঞ আছি সারা বাংলাদেশে। এই সংখ্যক মনোরোগ বিশেষজ্ঞদের পক্ষে প্রান্তিক সকল এলাকা তো দূরের কথা, সমীক্ষায় আক্রান্ত ৪০ লাখ মানুষের সকলকে চিকিৎসা দেওয়া সম্ভব নয়। এই সমাধানের জন্য চিকিৎসকসহ সমাজের সকল স্তরের মানুষের এগিয়ে আসতে হবে। দেশের প্রতিটি জেলা পর্যায়ের হাসপাতালের মনোরোগ বিভাগে এই সহায়তাটি পাওয়া যায়। এই সকল চিকিৎসকদের মাধ্যমে এই চিকিৎসাটি প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়া সম্ভব।'