ফুসফুস ক্যানসার বেশি হয় ধূমপানের কারণে
প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ০৮ আগস্ট ২০২২ তারিখ চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে প্রথম আলো ট্রাস্টের আয়োজনে মাদকবিরোধী সভায় শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে জানতে চায়। সভায় পরামর্শ দেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক পঞ্চানন আচার্য ও চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক এ এস এম রিদোয়ান।
সভায় দশম শ্রেণির শিক্ষার্থী মো. নাইমুল হকের প্রশ্ন ছিল, সিগারেটের প্যাকেটে লেখা থাকে ধূমপান মৃত্যুর কারণ, ধূমপান করলে ক্যানসার হয়। কিন্তু দেখা যায়, অনেকে ছয় মাস সিগারেট খেয়ে ক্যানসারে আক্রান্ত হচ্ছেন, আবার অনেকে ছয় বছর সিগারেট খেয়ে ক্যানসারে আক্রান্ত হননি। এটার কারণ কী?
এ প্রশ্নের উত্তর দিতে গিয়ে এ এস এম রিদোয়ান বলেন, ‘ক্যানসার নানা কারণে হতে পারে। মানুষের রোগ প্রতিরোধক্ষমতার ওপর অনেক কিছুই নির্ভর করে। ধূমপান করলে ক্যানসারের ঝুঁকি বাড়ে। ঝুঁকি তৈরি করে। নিকোটিনের মাধ্যমে অনেক ধরনের ক্যানসার হতে পারে। অবশ্য ধূমপান করলে ফুসফুসে ক্যানসার বেশি হয়। এ ছাড়া মুখে ক্যানসার হতে পারে। ফলে কারও ছয় মাস, কারও ছয় বছরে ক্যানসার হওয়ার বিষয়টি অনেক কিছুর ওপরই নির্ভর করে। তবে এ কথা পরিষ্কার যে ধূমপানের কারণে শরীরে নানা রোগ তৈরি হয়।