প্রশ্ন: অনেকে বলে নিকোটিন একবার নিলে নাকি আরেকবার নেওয়ার ইচ্ছা হয়। এটা হওয়ার কারণ কি?

উত্তর: নিকোটিন অন্যান্য মাদকের মতোই। মস্তিষ্কের ‘পুরস্কার কেন্দ্র’ নামের একটা অংশ আছে। যে বস্তু বা বিষয় একে উদ্দীপ্ত করে, সেটা বারবার করার বা গ্রহণ করার আকর্ষণ মস্তিষ্কে তৈরি হয়। নিকোটিন এই কেন্দ্রকে উদ্দীপ্ত করে তাই বারবার নিতে ইচ্ছা হয়।