সামনে কি পরীক্ষা আছে, তার ওপর পড়ার সময় বন্টন করা উচিত

চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীরা চিকিৎসদের কাছে নানা বিষয়ে জানতে চায়।

প্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী পরামর্শ সভার আওতায় গত ০৮ আগস্ট ২০২২ তারিখ চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে এক সভার আয়োজন করা হয়। সভায় পরামর্শ দেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক পঞ্চানন আচার্য ও চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক এ এস এম রিদোয়ান । উক্ত আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।

সভায় উপস্থিত একজন শিক্ষার্থীর প্রশ্ন ছিল, একজন ছাত্রের পড়ালেখার জন্য সর্বোচ্চ কত সময় ব্যয় করা প্রয়োজন?

এর উত্তরে চিকিৎসক বলেন, ‘সর্বোচ্চ সময় বলতে গেলে বলতে হবে, তার দৈনন্দিন পড়ালেখা করতে কত সময় লাগে তার উপর। একজন ছাত্রের শুরুতেই পড়ার লক্ষ্য নির্ধারণ করা বা সময় বন্টন করা উচিত সামনে কি পরীক্ষা আছে তার উপর। যেমন অর্ধবার্ষিক পরীক্ষা বা এসএসসি পরীক্ষা। এ পড়া পড়তে তার হাতে কি পরিমাণ সময় আছে, সেটা হিসাব করেই তার পড়ার সময় নির্ধারণ করতে হবে। এ ক্ষেত্রে তাকে ঘুমের সময় কমপক্ষে ৬ ঘণ্টা, স্কুলের সময়, ব্যক্তিগত প্রস্তুতির সময় এবং অবসরের কিছু সময় বাদ দিয়েই পড়ার সময় হিসাব করতে হবে।’