‘মন ভালো করতে সিগারেট কোনো সমাধান নয়’

প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ২০ অক্টোবর ২০২২ তারিখ রাজশাহী কলেজিয়েট স্কুলের মিলনায়তনে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়। প্রথম আলো ট্রাস্টের আয়োজনে এই সভায় পরামর্শ দেন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক তানজির আহম্মদ ও বরেন্দ্র মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক শহিদুল আলম।

মাদকবিরোধী সভায় প্রশ্ন করেন এক শিক্ষার্থী। গত ২০ অক্টোবর ২০২২ তারিখে রাজশাহী কলেজিয়েট স্কুলের মিলনায়তনে।

অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীদের প্রথম প্রশ্ন ছিল, পরীক্ষায় খারাপ করলে মন ভালো করার জন্য অনেকেই সিগারেট সেবন করেন। সিগারেট কি আসলে কোনো সমাধান?

এ প্রশ্নের উত্তরে পরামর্শক তানজির আহম্মদ ও শহিদুল আলম বলেন, সিগারেট কোনো সমাধান নয়, পরীক্ষা খারাপ হয়েছে বলে এক মাস মন খারাপ করে থেকেও কোনো লাভ নেই। বরং পরে যদি আর মন খারাপ না হয়, তার জন্য প্রস্তুতি নেওয়াই হচ্ছে সঠিক সিদ্ধান্ত।