প্রশ্ন ও উত্তর পর্ব-১৩২
‘খারাপ বন্ধুর পাল্লায় পড়ে মাদক নিতে পারে’
প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ২৯ সেপ্টেম্বর ২০২২, প্রথম আলো ট্রাস্ট আয়োজিত অনলাইন মাদকবিরোধী পরামর্শ সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফাতিমা মারিয়া খান নানা প্রশ্নের উত্তর দেন। এ সব প্রশ্ন ও উত্তরের আলোকে আজকে থাকছে পর্ব-১৩২।
প্রশ্ন: কিশোরকালীন সময়ে বাবা-মার ভূমিকা কি হতে পারে?
উত্তর: কিশোরকালীন সময়ে কিশোরদের মানসিক চাপের সৃষ্টি হয়। এ সময় কিশোরদের হিস্টিরিয়া রোগ দেখা যায়। কারও কারও খিঁচুনি হতে পারে। ঘুম থেকে উঠার পর খিঁচুনি দেখা যায়। কিশোরদের মানসিক চাপ থেকে হিস্টোরিয়া রোগও হতে পারে। দেখা যায় কিশোর-কিশোরী নতুন জিনিস চেখে দেখতে চায় । বন্ধু কি করছে, বন্ধুকে ফলো করে। খারাপ বন্ধুর পাল্লায় পড়ে মাদক নিতে পারে। মাদক সহজলভ্য, সহজে মাদক পাওয়া যায় । তাই বাবা-মাকে এ সময় বিশেষভাবে খেয়াল রাখতে হবে।