‘সন্তানকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিতে হবে’
গত ১৫ জুন ২০২৩, প্রথম আলো ট্রাস্ট আয়োজিত অনলাইন মাদকবিরোধী পরামর্শ সভায় মাদকাসক্তি ও প্রযুক্তি আসক্তি নিয়ে আলোচনা হয়। সভার আলোচক জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. আহমেদ হেলাল ‘মাদকাসক্তি এবং প্রযুক্তি আসক্তি – দুটোই কী এক’ এই বিষয়ে আলোচনা করেন।
সন্তানকে গুনগত সময় দেওয়া প্রসঙ্গে ডা. আহমেদ হেলাল বলেন, ‘মাদক ও প্রযুক্তি থেকে দূরে রাখতে হলে বাবা–মা সন্তানদেরকে গুনগত সময় দেবেন। গুনগত সময়ের অর্থ কিন্তু বেশি সময় দেওয়া নয়। যতটুক সময় বাবা–মা সন্তানদের দেবেন সেই সময়টুকুতে যাতে পরস্পরের মধ্যে ভাবের আদান প্রদান হয়। সন্তানের মনের ভাষাটা যাতে বাবা–মা বুঝতে পারে। এর ফলে বাবা–মায়ের সঙ্গে সন্তানের বন্ধন দৃঢ় হবে। আর একটি বিষয় সন্তানকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিতে হবে। সকল সিদ্ধান্ত যাতে বাবা–মা সন্তানের উপর চাপিয়ে না দেয়। যে কোন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাবা–মাকে সন্তানের সঙ্গে বারবার আলোচনা করতে হবে।’