‘ধূমপান ছাড়ার কৌশল’ কী হতে পরে, তা নিয়ে মাদকবিরোধী অনলাইন পরামর্শ সভার আয়োজন করে প্রথম আলো ট্রাস্ট। ২৯ অক্টোবর ২০২২ তারিখ আয়োজিত এই অনুষ্ঠানে পরামর্শ দেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সাইকিয়াট্রি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মো. জিল্লুর রহমান খান। উক্ত সভায় একজন দর্শক প্রশ্ন করেন, মেয়েদের ধারণা ধূমপান করলে সে স্মার্ট। এটা কি ঠিক?
মনোচিকিৎসক জিল্লুর রহমান খান বলেন, ‘ধূমপানের সঙ্গে স্মার্টনেসের কোনো সম্পর্ক নেই। স্মার্টনেস নির্ভর করে ব্যক্তির চিন্তা-চেতনা, রুচি, মনন, বাচনভঙ্গির ওপর। সিগারেট খেলেই স্মার্ট হয় না। কিংবা পোশাক দিয়েই স্মার্ট হওয়া যায় না। যে মেয়েরা ধূমপানকে স্মার্টনেস মনে করেন, তারা ভুল করছেন। এ ছাড়া দেখা যায়, কিশোর তরুণেরা সেলিব্রিটিদের অনুকরণ করতে চায়। সেলিব্রিটিদের কেউ কেউ প্রকাশ্যে ধূমপান করেন। সেটা ওই সেলিব্রেটির সমস্যা। এর সঙ্গে স্মার্টনেসের কোন সম্পর্ক নেই। কোন তরুণ যদি মনে করে ধূমপান করে স্মার্ট হব। তিনি বোকার স্বর্গে বাস করছে।’