মানসিক স্বাস্থ্যসেবার প্রতি সবাইকে গুরুত্ব দিতে হবে
প্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী আন্দোলনের অংশ হিসেবে মানসিক স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক কর্মশালার আয়োজন করা হয়। গত ০২ ডিসেম্বর ২০২৩ তারিখ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের ৩য় তলায় কর্মশালাটি আয়োজন করা হয়। ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস ও প্রথম আলো ট্রাস্টের সহযোগিতায় প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্যদ কর্মশালাটির আয়োজন করে। কর্মশালায় পরামর্শ দেন ময়মনসিংহ মেডিকেল কলেজের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. সজীব আবেদীন ও ঢাকা সিটি হাসপাতালের সাইকোথেরাপিস্ট কনসালট্যান্ট মাহমুদা মহসিনা বুশরা।
কর্মশালায় মানসিক স্বাস্থ্য ও মনের যত্ন নিয়ে আলোচনা করেন ময়মনসিংহ মেডিকেল কলেজের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. সজীব আবেদীন। তিনি মাদক ও ইন্টারনেট আসক্তির মতো বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন, মাদকাসক্তির মতো যন্ত্রের ব্যবহারও মানুষের আসক্তিতে পরিণত হয়েছে। যেটাতে আসক্তির বিষয় থাকে, সেটাই ক্ষতিকর। তাই নিজে ভালো থাকা ও পরিবারকে ভালো রাখতে হলে এগুলো থেকে দূরে থাকতে হবে। অন্যদিকে মানসিক স্বাস্থ্যসেবা বিদ্যমান জনসংখ্যার তুলনায় অপ্রতুল। এই খাতে সেবা বাড়াতে হবে। তেমনিভাবে জনসাধারণকেও মানসিক স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিতে হবে।’