বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলে মাদকের কুফল সম্পর্কে বোঝাতে হবে
প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ০৯ আগস্ট ২০২২ তারিখ বিকেলে চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রথম আলো ট্রাস্টের আয়োজনে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়। এই সভা ছিল সবার জন্য উন্মুক্ত। বিভিন্ন শ্রেণি–পেশার নারী–পুরুষ এতে উপস্থিত ছিলেন। তাঁরা অতিথিদের কাছে মাদক ও বিভিন্ন আসক্তি সম্পর্কে জানতে চান।
সভায় উপস্থিত ছিলেন সোহেল রানা নামের এক শিক্ষার্থী। তিনি স্নাতকে পড়েন। তাঁর স্কুলপড়ুয়া ছোট ভাইয়ের সঙ্গে মাদক নিয়ে আলোচনা শুরু করবে ভাবছেন। মাদকের কুফল সম্পর্কে বোঝানো যায় কীভাবে, তা নিয়ে চিন্তিত তিনি।
গত ০৯ আগস্ট ২০২২ তারিখ তিন বিশেষজ্ঞ চিকিৎসককে পেয়ে সোহেল রানা তাঁদের কাছে প্রশ্ন করেন, মাদকের ক্ষতিকর বিষয় নিয়ে ছোট ভাইয়ের সঙ্গে কীভাবে আলোচনা শুরু করবেন। প্রশ্নের উত্তরে বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলেন, ‘ধূমপান থেকে মাদকের শুরু। তাই ভাইয়ের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলে আচরণগত পরিবর্তন খেয়াল রাখতে হবে। এরপর প্রথমে সিগারেট ও পরে মাদকের কুফল সম্পর্কে আস্তে আস্তে বোঝাতে হবে। সিগারেট যেকোনো মাদকের প্রবেশদ্বার, এটা তাকে বোঝাতে হবে।’