মাদকবিরোধী পরামর্শ
নীতিমালায় মাদক প্রতিরোধে আরও গুরুত্ব দিতে হবে
বাংলাদেশের বহু শিশু এখন মাদকাসক্ত। সমাজের সব শ্রেণীর শিশু এই ভয়াল নেশার ফাঁদে আটকা পড়েছে। এটি থেকে তারা বের হতে পারছে না। এ ব্যাপারে প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে নানা কথা বলেছেন বিশিষ্ট মনোরোগ চিকিৎসক ও মাদকাসক্তি চিকিৎসা বিশেষজ্ঞ মোহিত কামাল। সাক্ষাৎকারটি প্রকাশ হয় ২০১৭ সালের ১২ জুলাই। সাক্ষাৎকার নিয়েছেন মুসলিমা জাহান। উক্ত সাক্ষাৎকার থেকে শিশুর মাদকাসক্তি বিষয়ে একটি প্রশ্ন ও উত্তর তুলে ধরা হলো।
প্রশ্ন: সরকার মাদক নির্মূলে যেসব পদক্ষেপ নিচ্ছে, তা কতটুকু কার্যকর বা এ বিষয়ে আপনার মতামত কী?
উত্তরে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মোহিত কামাল বলেন, ‘সরকার কাজ করছে। তবে সরকার খুব যে আন্তরিক নয়, তা মাদকের ব্যাপ্তি দেখলেই বোঝা যায়। সরকারি নীতিমালায় মাদক প্রতিরোধে আরও গুরুত্ব দিতে হবে। পাঠ্যবইয়ে মাদকের কুফল সম্পর্কে বিস্তারিত লিখতে হবে। আর অবশ্যই সীমান্তে নজরদারি বাড়াতে হবে, সেখান থেকে যেন মাদক প্রবেশ করতে না পারে। সবশেষে আমাদের সবার সচেতনতা বাড়াতে হবে।’