‘স্কুলে বাচ্চাদের মানসিক স্বাস্থ্যের ওপর নজর রাখা খুবই জরুরি’

সভায় পরামর্শ দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফাতিমা মারিয়া খান।

প্রথম আলো ট্রাস্টের আয়োজনে মাদকবিরোধী সভায় পরামর্শ দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফাতিমা মারিয়া খান। বাচ্চাদের স্কুলে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব’এই বিষয়ের ওপর আলোচনা করেন তিনি। ২২ নভেম্বর ২০২২ অনলাইন মাদকবিরোধী পরামর্শ সভার আলোচনা থেকে নিম্নোক্ত অংশটি তুলে ধরা হলো।

সভায় মনোচিকিৎসক বলেন, ‘স্কুল এমন একটা জায়গা, যেখানে জীবনের প্রথম শিক্ষার শুরু হয় এখানে। এই শিক্ষাই সারা জীবন কাজে লাগে, একটি বাচ্চা জন্মের পর থেকে তার ধীরে ধীরে মানসিক, সামাজিক উন্নয়ন হয়। তিন বছর থেকে আজকাল প্রি স্কুলে ভর্তি হয়। পাঁচ বছর বয়স থেকে বাচ্চারা স্কুলে যায়। সে জন্য স্কুলগুলোতে বাচ্চাদের মানসিক স্বাস্থ্যের উপর নজর রাখা খুবই জরুরি।’

তিনি আরও বলেন, ‘এখন আমরা একক পরিবারে বাস করি, এক সময় আমরা যৌথ পরিবারের বাস করতাম। বাচ্চাদের কোনো সমস্যা হলে দাদা, দাদি নানা, নানি, চাচা, চাচি সঙ্গে আলাপ করে সমাধান পেত। এখন বাচ্চাদের কোন সমস্যা হলে একক পরিবারের বসবাস করার কারণে বাচ্চারা বাবা-মাকে অনেক কথা বলতে চান না, বা বলতে পারে না সেটা। এ ক্ষেত্রে বিদ্যালয়ের শিক্ষকেরা লক্ষ্য রাখতে পারেন। কাউন্সিলিং করতে পারেন।’