‘মাদকাসক্তকে ঘৃণা করে দূরে ঠেলে দেওয়া যাবে না’

মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভায় (বাঁ থেকে) রাহেনুল ইসলাম, ফারজানা রহমান, জিল্লুর রহমান খান, মেখলা সরকার, সরদার আতিক, ফাতিমা মারিয়া খান। ২০২২ সালের ২৪ সেপ্টেম্বর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে।

প্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী পরামর্শ সভার আওতায় ২০২২ সালের ২৪ সেপ্টেম্বর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে ১৬২তম পরামর্শ সভার আয়োজন করা হয়। সভায় পরামর্শ মনোরোগ বিশেষজ্ঞগণ। উক্ত সভায় আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।

পরামর্শ সভায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ফাতিমা মারিয়া খান বলেন, ‘মাদক ও মাদকাসক্ত উভয়ই ভয়ঙ্কর। দেখা যায়, মাদকের প্রভাবে পারিবারিক নির্যাতন হয় প্রচুর। তবে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে তা হলো, মাদকাসক্তকে ঘৃণা করা যাবে না। মাদকাসক্ত ব্যাক্তিকে দূরে ঠেলে দেওয়া যাবে না, কাছে টেনে নিতে হবে। তাঁর প্রতি ভালোবাসা দেখাতে হবে। চিকিৎসার পাশাপাশি আন্তরিকতা ও ভালোবাসা, মাদকাসক্ত ব্যাক্তিকে ভুল পথ থেকে ফিরিয়ে আনতে পারে। নাহলে তাঁরা সমাজ থেকে নিজেদের বিচ্ছিন্ন ভেবে বিভিন্ন অপরাধে জড়িয়ে যাবেন।’