‘মাদকাসক্ত ব্যক্তি প্রায়ই অসংলগ্ন কথা বলে’

রংপুরের ইন্টারন্যাশনাল গ্রামার স্কুলে প্রথম আলো ট্রাস্টের আয়োজনে মানসিক স্বাস্থ্যবিষয়ক পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়।

প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ১৪ মার্চ ২০২৩ তারিখ রংপুরের ইন্টারন্যাশনাল গ্রামার স্কুলে প্রথম আলো ট্রাস্টের আয়োজনে মানসিক স্বাস্থ্যবিষয়ক পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়। সভায় পরামর্শ দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক আলী আসলাম হোসেন, রংপুর মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের চিকিৎসক রঞ্জন কুমার সেন।

পরামর্শ সভায় অংশ নিয়ে মনোরোগবিশেষজ্ঞ ডা. রঞ্জন কুমার সেন মাদকাসক্তির লক্ষণ প্রসঙ্গে বলেন, ‘পরিবারের কোন সদস্য মাদকাসক্ত হলে প্রথমত তার আচরণগত পরিবর্তন লক্ষ্য করা যাবে। হঠাৎ করে পুরনো বন্ধু বাদ নিয়ে নতুন বন্ধুদের সাথে মেলামেশা করতে দেখা যাবে। মাদকাসক্ত ব্যক্তি প্রায়ই অসংলগ্ন কথা বলে। মেজাজ খারাপ থাকে। মাদকাসক্ত ব্যক্তিদের মিথ্যা বলার প্রবনতা বেড়ে যায়। অনেক সময় তাদের চুরির অভ্যাস তৈরি হওয়ার প্রবণতাও দেখা দিতে পারে।’