‘ইন্টারনেট আসক্তির কারণে তরুণেরা বাস্তবতা ভুলে যাচ্ছে’

প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ২১ জানুয়ারি ২০২৩, প্রথম আলো ট্রাস্ট আয়োজিত মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয় রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে। সভায় পরামর্শ দেন বিভিন্ন হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের চিকিৎসকেরা। উক্ত পরামর্শ সভায় আসা নানা প্রশ্ন ও উত্তরের আলোকে আজকে থাকছে পর্ব-১৭৯।

প্রথম আলো ট্রাস্ট আয়োজিত মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভায় (বাঁ থেকে) ডা. রাহেনুল ইসলাম, ডা. ফারজানা রহমান ও ডা. সরদার আতিক। গতকাল ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে।
ছবি: প্রথম আলো

প্রশ্ন: তীব্র ইন্টারনেট-আসক্তির কারণে আমরা কী ভয়াবহ আচরণগত ও মানসিক সমস্যায় ভুগছি?

উত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. সরদার আতিক বলেন, ‘ইন্টারনেটে আসক্ত হওয়ার কারণে তরুণেরা বাস্তবতা ভুলে যাচ্ছে। ইন্টারনেটে যুক্ত হওয়াটা বর্তমানে খুব সহজ। ইন্টারনেট আসক্তির কারণে, মা–বাবাও তাঁদের সন্তানদের সময় কম দিচ্ছেন —এমন পর্যবেক্ষণ তুলে ধরেন তিনি।’