মাদকাসক্তি ও মানসিক রোগের বিষয়ে সচেতন হতে হবে

সভায় আগতরা চিকিৎসকদের কাছে বিভিন্ন বিষয়ে জানতে চেয়ে প্রশ্ন করেন।

প্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী পরামর্শ সভার আওতায় গত ০৯ আগস্ট ২০২২ তারিখ বিকেলে চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক সভার আয়োজন করা হয়। সভায় পরামর্শ দেন ইম্পেরিয়াল হাসপাতালের কনসালট্যান্ট মো. মোস্তফা, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক পঞ্চানন আচার্য ও চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক এ এস এম রিদওয়ান। উক্ত আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।

সভায় চিকিৎসক মো. মোস্তফা বলেন, ‘এখানে মানসিক চিকিৎসার নামে যে রিহ্যাব সেন্টার গড়ে উঠেছে, সেগুলোর বেশির ভাগেই মানসম্মত চিকিৎসা নেই। মাদকাসক্তির চিকিৎসা অপ্রতুল। এখানে মাদকাসক্তি নিয়ে উচ্চমানের কাজ হয় না। মাদকাসক্তির পাশাপাশি আরও অনেক আসক্তি হয়, যেগুলো ক্ষতিকর। মাদকাসক্তি ছাড়াও আরো অনেক ধরনের মানসিক রোগ রয়েছে। সে বিষয়েও সচেতন হতে হবে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।’