প্রথম আলো ট্রাস্টের যে কয়টি প্রকল্প আছে তার মধ্যে মাদকবিরোধী আন্দোলন অন্যতম। ২৬ জুন আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস। এ উপলক্ষে প্রথম আলো ট্রাস্ট আয়োজন করে এক বিশেষ অনলাইন আলোচনা সভার। এবারের আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসের স্লোগানের সঙ্গে সামঞ্জস্য রেখে আলোচনার প্রতিপাদ্য ছিল: পরিষ্কার যুক্তি, প্রতিরোধে মুক্তি। ২০২৪ সালের আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মোহিত কামাল এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. ফারজানা রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কথাসাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক।
আলোচনার শুরুতে আনিসুল হক জাতিসংঘের প্রতিপাদ্যকে সামনে আনেন। তিনি বলেন, মাদক নিরাময়ে জন্য প্রতিরোধের ওপর জোর দিতে হবে এবং বিনিয়োগ করতে হবে। এ বিষয়ে তিনি অধ্যাপক মোহিত কামালের মতামত জানতে চান। মোহিত কামাল বলেন, ‘জাতিসংঘের এই প্রতিপাদ্য একেবারেই যৌক্তিক। আমাদের টার্গেট হওয়া উচিত প্রতিরোধের ওপর। আর প্রতিরোধের জন্য অর্থের পাশাপাশি জ্ঞানের বিনিয়োগও করতে হবে। একই সঙ্গে মাদকাসক্তের চিকিৎসা প্রক্রিয়াতে পরিবারকে যুক্ত করে এগোতে হবে। পরিবারকে, প্রতিষ্ঠানকে শুধু টাকাপয়সা না, জ্ঞানের বিনিয়োগ করতে হবে।’